বাবার হোটেল
- অনিরুদ্ধ রনি
কি আর বলি দুঃখের কথা
বাবার হোটেল বন্ধ,
খাসীর মাংস পাইনে খেতে
পাইনে মাছের গন্ধ |
মদের নেশায় মাতোয়ারা
নিতাম বাবার টাকা,
রঙের মেলায় গিয়ে শুধু
পকেট হতো ফাঁকা |
বয়স বেড়ে বাবা এখন
কর্ম দিলো ছেড়ে,
চিন্তা আমার বেড়ে গেলো
ঘুমটি নিলো কেড়ে |
ছেড়ে দিবো মদের বোতল
ছাড়বো রঙের মেলা,
সঠিক পথে চলবো এবার
ছাড়বো জুয়ো খেলা |
পিতা মাতার থাকবো সাথে
থাকবো সুখের নীড়ে,
কর্ম করে আনবো রুটি
খাবো সবাই ছিঁড়ে৷
মাত্রাবিন্যাস: স্বরবৃত্ত:৪৪৪২
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।