মানুষ মূলত সমুদ্রের মতোন একা
- অনিরুদ্ধ রনি
মানুষ মূলত সমুদ্রের মতোন একা।
তার আশেপাশে অসংখ্য মানুষের ভীড়,
যারা হরদম জানাচ্ছে তারা তাকে কত ভালোবাসে, সে কত প্রিয়!
কিন্তু তারা ঠিক সাথে থেকে যায় না,
খুব কম মানুষই থেকে যায় তার সাথে।
যেমন করে সমুদ্রপ্রেমিরা থেকে যায় না,
ফিরে আসে নিজ শহরে, নিজের দুনিয়াতে।
ক'জন সমুদ্রের প্রতি প্রবল ভালোবাসায় থেকে যায় সারাজীবন?
কেউ না,
কারণ জানে একসাথে থাকতে হলে ডুবে মরতে হবে যে!
তবুও ভালোবাসার মানুষ এমন-ই এক সমুদ্র
যেখানে ডুবে যেতে পারলেই বেঁচে যাই আমরা!
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।