সে বিরহী
- অনিরুদ্ধ রনি

যাকে আকড়ে ধরে বাকীটা জীবন কাটাতে চেয়েছিলাম,
সে মানুষটা অন্যকারো ঘরনি -
যে কখনো জানতোই তা সে আমার প্রেমিকা,
সে মানুষটাকে ভালোবেসেই এই বিরহ নদীর একাকী ছুটে চলা,
চোখে চোখ রেখে কথা হয় না কোনদিন
অথচ, আমাদের রোজ কথা হয়
যার হাত ধরে হাটার তীব্র তৃষ্ণা আমার ক্ষণে ক্ষণে বাড়ে
সে কখনোই জানবে না তার হাতের স্পর্শ একটা তৃষ্ণার্থ বৃক্ষের কতটা দরকার।
বুকে আগুন নিয়ে পৃথিবীর আগুন দেখে যে প্রেমিক,
লাল চোখ ঘোলাটে করে হেঁসে চলে যে প্রেমিক,
ব্যাথা, যন্ত্রণাকে ভালোবাসা মনে করে যে প্রেমিক,
না পাওয়াকে পাওয়া ভেবে ভালোবেসে যায় যে প্রেমিক;
সে বিরহী, বিরহী, বিরহী..


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।