আশা ঘর
- অনিরুদ্ধ রনি
তোমার চোখ কেমন হবে জানিনা
তেমার চুল কেমন হবে জানিনা
তোমার হাসি কেমন হবে জানিনা
তোমার দাত কতটা মুক্তঝড়া হবে জানিনা
তোমার চোখে কাজল কতটা মানাবে জানিনা
তোমার কপালে টিপ কেমন লাগবে জানিনা
তোমার হাতে রেশমী চুরি কেমন হবে জানিনা
তোমার গলার হার কেমন হবে জানিনা
তোমার কণ্ঠস্বর কতটা মধূর হবে জানিনা
তোমার পড়াশোনা কতদূর হবে জানিনা
তোমার পরিবার কতটা উচ্চ হবে জানিনা
তোমার সাথে আমার কবে দেখা হবে জানিনা
তবুও তোমাকে নিয়ে হাজারও কবিতা লেখি,
তোমার উপমা দেখি স্বপ্নে, জাগরনে, কলম হাতে,
বাগানের ফুলগুলো দেখলেও তোমাকেই মনে পরে,
তোমাকে পাবো বলেই হাজার বছর বাঁচতে ইচ্ছে করে,
আমি বিশ্বাস করি তুমি আছো, এবং আমাকে ভীষণ ভালোবাসো,
দেখা হবে বলেই এ আশায় বুকে ধুকপুক শব্দ ।।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।