আমি চাই
- অনিরুদ্ধ রনি

আমার সকল নিশ্চুপ গল্পে তুমি চুপচাপ হয়ে পরলে ;
আমার ভালো লাগে না,
আমি নিশ্চুপ হয়ে পরলে আমি চাই
কেউ একজন আমায় প্রচন্ড রকম প্রশ্ন করুক।
রাতে ঘুমিয়ে যাওয়ার বায়না ধরলে টাটা বায় বায় না বলে,
আমি চাই কেউ একজন বলে উঠুক ;
তোমার বুকে মাথা রেখে আমিও ঘুমাতে চাই সারা রাত।
আমার শরীরের রঙ কতটা ফর্সা,
আমি হাসি কতটা স্নিগ্ধ তা না দেখে,
আমি চাই কেউ দেখুক আমার হৃদয় কতটা সুন্দর
আমার হাসির মাঝে লুকিয়ে আছে কতটা কষ্ট সে খুঁজুক ।
আমাকে এ যুগের সাথে মেলালে বড্ড ভুলও হতে পারে কারও
কারণ লাটিম ঘুরানোর বয়সে আমি নিজেকে ঘুরিয়েছি,
ঘুড়ি উড়ানোর বয়সে আমি নিজেকে উড়িয়েছি ।
যে বয়সে যুবকেরা টংয়ের দোকানে ধূয়া উঠা চায়ের কাপে, সিগারেট নিয়ে নারী, সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র নিয়ে সময় কাটিয়েছে,
সে বয়সে আমি বেকার যুবক আশি টাকা দামের জুতার তলা ক্ষয় করেছি।


আমার গম্ভীর হয়ে যাওয়া চেহারা নিয়ে যখন চুপচাপ বসে থাকবো,
আমি চাই তখন কেউ বাহুতে হাত জড়িয়ে বলে উঠুক;
'আজ খুব রিকশায় ঘুরতে ইচ্ছে করছে'।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।