কি অদ্ভুত আমরা
- অনিরুদ্ধ রনি
সেই মানুষটা হয়তো আপনার ব্লকলিস্টে আছে,
কিন্তু মনের মাঝে তার জায়গাটা কিন্তু ঠিকই
সবার উপরে!!
যে মানুষটাকে দেখতে চাননা বলে দূরে সরে
আছেন,
সেই মানুষটার ছবি দিয়েই হয়তো আপনার ফোন
গ্যালারি ভর্তি!!
তার নামটা শুনতে চান না একদমই ,
অথচ তার নামেই আপনার ল্যাপটপ মোবাইলের
পাসওয়ার্ড!!!
যাকে চিৎকার করে বলতে চান,
'' আই হেট ইউ ''
তাকেই মনে মনে হয়তো সবার থেকে আজো
অনেক বেশি ভালবাসেন!!
তার ম্যসেজ এলে হয়তো রাগে ফুলে উঠেন,
অথচ প্রতিদিনই মোবাইলটা হাতে নেন যদি ওর
একটা ম্যাসেজ আসতো!!
রাতে না ঘুমিয়ে জেগে থাকেন তাকে স্বপ্নে
দেখার
ভয়ে,অথচ আকাশের দিকে তাকিয়ে প্রায়েই
ভাবেন,
'' ইশ,ও যদি এখন পাশে থাকতো!! ''
_ কি অদ্ভুত আমরা!!!
আসলে ভালবাসা পুরোপুরি কখনোই হারিয়ে যায়না,
আবার চিৎকার করে বলাও হয়না!!কিছু ভালবাসা
বুকের মাঝে চেপে রাখা
লাগে।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।