ঠুনকো ভালোবাসা
- অনিরুদ্ধ রনি
আজকাল যখন রাত্রি ন'টার অফিস ফেরত
ক্লান্ত ঘর্মাক্ত শরীরটাকে প্রশ্ন করো,
জানতে চাও যে আমার সারাদিনের ঠিক ক'টা মুহূর্ত তোমার, শুধু তোমার জন্য রাখা থাকে?
আমি বলতে পারি না!
আমি বলতে পারিনা!
বৃষ্টিতে ঝাপসা হয়ে আশা জানলার কাঁচ গুলোর কথা,
যেখানে আমি তোমার আর আমার নামের মাঝে,
একটা ছোট্ট হৃদয় আকিঁ..
তোমায় বলতে পারিনা!
আবার নতুন করে এশিয়ান পেইন্টস মাখা
কেবিনটার কথা,
যেটা হুবুহু তোমার গন্ধে ডুবিয়ে রাখে আমাকে,
কেবিনে আজ আর আমি তাই সিগারেট খাই না,
তুমি জানতে পারোনি আজও
ওই ল্যাপটপের স্ক্রিনসেবার গুলো কার ছবিতে ভর্তি!
তোমায় বলা হয়নি,
আমার এন্ড্রয়েডের হোমস্ক্রিনে তাভিরা ওয়া,
ঝগড়া করে হঠাৎ যখন
নাকের ডগায় রাগ সাজিয়ে ক্লান্ত আমায় প্রশ্ন করো,
ব্যাস্ত আমার আস্ত দিনের মুহুর্তরা,
সতিন তোমার,
একটুখানি ধৈর্য ধরো,
আমার সকাল,
আচলে তোমার সূর্য তপা,
চুলের ডগায় স্নানের ছিটে,
সাখা পলা ঠোংরে তালে..
কাজল চোখে পথ হারিয়ে আটকে গেছি,
খোলা পিঠে,
দুপুরগুলো ঠিক চিনে যায়
ফোনের পারে তোমার আওয়াজ,
খাওনি এখনো! হুরমুরিয়ে টিফিনবাক্স,
এইতো মানে, জরুরী মিটিং চলছে তখনও..
সবাই তখন তাকিয়ে থাকে,
আমার মুখটাও দেখার মতন, খুব ঘরোয়া,
বস্ও এখন মুচকি হাসেন, বুঝলে ভায়া সবি কপাল,
হেড অফিসের বেপরোয়া,
তোমার জন্য রোজ সন্ধায়
ফুলের দোকানে রজনী আর গোলাপ ফোটে,
আমার বাগান, জানিনা কোথায়,
ফুলেরা যদিও ঠাই পেয়েছে তোমার ঠোঁটে,
এসব তোমায় বলতে পারি না,
কখন কোথায় পেয়েছি তোমায়,
খুঁজলে প্রেমের আকাশ বাতাস তোমাতেই পাবো জানি,
আমি তোমায় বলতে পারিনা!
স্বপ্নগুলো আজও একি,
আগের মতন করবো পূরন,
সেই আশাতেই ছুটে চলেছি,
তুমিও যেমন আমিও তেমন।।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।