গল্পে-কবিতায় জীবন
- অনিরুদ্ধ রনি
এ ঘরে কবিতা জন্ম লয়ে
আঠাশ বছর পর
কবিতার ঘর ছাড়ার সময় হলো
ছুটে চলেছে এদিক সেদিক..
তারপর দীর্ঘদিন এ ঘর শূণ্য
শূণ্যতাকে আকড়ে ধরে বাঁচতে পারলেই
পূর্ণতা পরিশুদ্ধ হয়
হঠাৎ এক শেষরাতে
গল্প এসে কড়া নাড়ছে দরজায়
এ ঘর বন্ধ হবার নয়
আলো-অন্ধকার
সুখ-দুঃখ সব জীবনে না থাকলে
পূর্ণ হলো কই?
এক জোড়া আঠাশ বছরের চোখ
দ্যাখে শহরের জঞ্জাল সরিয়ে
গল্পেরা উকি দেয় ভোরে
রক্তিম সূর্য থেকে জোৎস্নার চাঁদ অব্ধি
সব গল্পের
আঠাশ বছরের খোলা চোখ
লাল হয়ে দ্যাখছে আর হাসছে
এবার গল্প শেষে ধরা দেবে কবিতা
হ্যা হ্যা হাহ্
শূণ্যতা-পূর্ণতায়
গল্পে-কবিতায় জীবন
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।