মধ্য রাতের কবি
- অনিরুদ্ধ রনি
কাঙ্ক্ষিত স্বর্গের অর্থরাশি খেলা করে নক্ষত্র তলে
নিভু নিভু তরার ঝলকানো অস্পষ্ট দ্যাখা যায় একটি মাকড়সা
নিভৃতে জাল বুনছে...
হিম বাতাসে ভেসে আসে একটি ধূয়াসে স্বপ্নে
ভেঙে যাওয়া হৃদয়ের চিৎকার
উড়ে যাচ্ছে বহু কল্পিত স্বপ্ন
একটি যুবকের দীর্ঘশ্বাসে
কিংবা চোখের কার্ণিশে শুকিয়ে গিয়েছে বৃষ্টি
যুবতীর ঘর ভেঙে যাওয়ার আফসোসে।
আর
মধ্য রাতের বারান্দায় বসে
কবি ভাবছেন দুটি লাইন
জীবনানন্দ আর সুনীলের
"এই কি মানব জন্ম"
"কেন আত্মহত্যা মহাপাপ"
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।