তুমিটা আমার কেমন অপরিচিত
- অনিরুদ্ধ রনি

আজ এই তুমিটা আমার কেমন অপরিচিত!
যে পথ ,ভুলে গেছো তুমি
সে পথে আমি কেন মন হারালাম
এত নির্দয় কি করে হলে তুমি?
আমার হৃদয়ের কান্না তোমাকে বিষণ্ণ করে না?
ভালোবাসার অপর নাম কি নিষ্ঠুরতা
মন কেমনের সূত্রপাত যে শুধুই তুমি কি করে বলি!
অবশিষ্ট ভালোবাসাটা যে তোমার জন্য,
হৃদয়ের গহীনে যে জায়গাটা এখনও আছে!
সেখানে তুমিই বিচরণ করো,
এত অবুঝ তোমার মন বুঝতে কেনো পারো না?
শুধুই অভিমান বুকের মাঝে তোমার এক বুক শূন্যতা,
প্রশ্ন করেছো নিজেকে বুকে হাত রেখে?
উত্তর কি পেলে ?
ভালোবাসা শুধুকি তোমাকে একা কাঁদায়?
দুই নয়নের মাঝে বহতা নদী সেটাও কি তোমার একার?
হৃদয়ে বয়ে যাওয়া বেদনার সাগর সেটা কি একা আমার?
ভালোবাসা নীলাম করলে কেনো?
কিছুই কি রাখলে না আমার জন্য অবশিষ্ট!
আজও প্রতিটি মুহূর্তে তোমার কথাতে পথ চলি
মনের ঘরে শুধুই তোমার ছবি আঁকি ,
পাষাণ হৃদয় যেখানে আমার জায়গা শূন্য ,
তবে কি আজ বিদায়ের সুর বাজছে মনে ?
আমার হিয়া কাঁদছে কারণে ও অকারণে
হঠাৎ আঁধার নামলো কেন দু'চোখের কোণে ?
পশ্চিম আকাশে অশনি সংকেত --
বিনা মেঘে আজ বজ্রাঘাত ,
হাসছি শুধুই বোকা হাসি হাসছি, আজ দিবারাত্রি;
অন্তরেতে পড়ছে কেবল আজ আঘাতের বজ্রাঘাত,
হৃদয় কাঁদছে সান্ত্বনা দেবার তুমিটা গিয়েছে আজ হারিয়ে,
খুব ইচ্ছা ছিল দুজনে মিলে ভালোবাসার প্রেম কাহিনী রচনা করবো একইসাথে,
তাতে শুধুই তোমার কথাই লেখা থাকবে খুব সযত্নে।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।