শোক সংবাদ
- অনিরুদ্ধ রনি

বিশ্বাস এর মৃত্যু হোক কিংবা গোটা একটা শরীরের ,
চোখের সামনে তুমি অসংখ্য মৃত্যু দেখবে ।
তুমি কখনও মাটিতে আছাড় খাবে,
কখনও'বা পাষান হবে ।
একটা সময়ের পর "শোক" থেকে তোমাকে বেরিয়ে আসতেই হবে ।
যে যতো তাড়াতাড়ি এই শোক থেকে বেরোতে পারবে ,
সে ততো তাড়াতাড়ি উঠে দাঁড়াবে ।
মনে রেখো , বেরোতে না পারলে একটা সময়ে
তোমাকে নিয়েই "শোক সংবাদ" লেখা হবে


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।