এইতো সুখ
- অনিরুদ্ধ রনি
যে দিন যায়, সেদিন হায়
কি যে কাটে প্রতি রাত,
কনকনে শীতে, কি আছে পিঠে,
তবু সুখ তার মনে লয়।
আপন জোরে, উদাসী মন ঘুরে
খুঁজে লয় দানা-আদার,
কি পেতে হায়, কি হারালো,
নেই কোন ভাবনা তাহার।
বেলা শেষে এক পালি
ঘুম যদি হয় তবে,
মন বলে ভবে,
তার চেয়ে সুখ বলে আর -
কি আছে সংসারে।
জগৎ ঘুরিয়া দেখেছি ফিরিয়া,
নাই মোর কোনা জমি,
দিন শেষে যেথা ঠেকে মোর পিঠ,
সেথা মোর ঘর সেথা বাড়ী।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।