আজকাল তোমার চিঠি না পেলে ভালো লাগে না
- অনিরুদ্ধ রনি
আজকাল তোমার চিঠি না পেলে ভালো লাগে না,
বিকেলের পড়ন্ত লালচা রোদে পিঠ দিয়ে ..
না, কারোর জন্য কিছু বসে থাকে না, আমিও থাকি না,
সময়-স্রোত-ইচ্ছা-স্বপ্ন, আমি না চাইলেও যায় চলে ।
এখন আমি আধবোজা চোখে বেশ দেখতে পাই
তুমি আর তোমার বিরহ কে, একদম পাশাপাশি;
সময়ে-অসময়ে বুকফাটা যন্ত্রনা অস্থির করে আমাকে,
বলে - সর্ব্বনাশি, আমি কি তোকে ভালোবাসি ?
: ঝিমিয়ে পড়া সময়টা যে বড্ডো বেমানান আমার কাছে,
কখন যে মনের ফাঁক-ফোকরে তুই ঢুকে যাস্
আর গোলাপ হয়ে লুকিয়ে পড়িস মনের বাগানে,
আমি হিসেব রাখতে পারি না বলপেন আর কাগজে।
শুয়ে শুয়ে তাই ভাবি - সময় মানেই এগিয়ে চলা
পাহাড় যেমন মিশে যায় নীলে দুই বাহু প্রসারিত করে,
দুর্গম খাদ বেয়ে যেমন গড়িয়ে নামে উন্মত্ত ঝর্না
রূপের অঝোর ধারায় আমার সবকিছু তছনচ করে;
জানিস পাগলী,
সেই ঝর্ণার বুকের মাঝে আছে একটা কষ্ট জমা পাথর,
সময়ের সাথে একদিন রাশি রাশি বালিকণা হয়ে
ভেঙে পড়বে তোর চোখের কোনে,
তখন নাহয় ফেলে দিস
ঠিকানা না রেখে ।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।