বিষাদের নৃত্যনাট্য
- অনিরুদ্ধ রনি
মনের অন্ত:পুরে আমার এখন বিষাদের নৃত্যনাট্য
দ্রিমিতাক মাদলের ছন্দে শুধু অতীতের পটভুমি;
একটা কথা রাখবে, যেন ভুল বুঝো না আমাকে,
আর পাঠিও না এরকম হাহাকারে ভরা চিঠি।
আজ সকালেই খুঁজে পেলাম তোমার পুরানো খাতাটা,
প্রথমেই সেই লেখাটা -
তোমার ছোঁয়ায় যদি বদলে যায় এ জীবন,
অনুভবে যদি ফিরে পাই সে অমরত্ব,
তুমি তো অধরা নও, শুধু প্রেমের শিহরণ
বাঘবন্দি নিয়মে বাঁধা মানবীয় এ শরীর
একটিবার ছুঁয়ে যাবে, করে যাবে সমর্পন।
কোথায় হারিয়ে গেছে সেই লেখাগুলো, হয়েছে অন্তর্ধান
তাকে কি ডেকে নিয়ে গেছে আজ অন্য কোনো অভিমান ..
:পাগলী, অরণ্যের মাদকতা - সে ফেলে আসা পথে,
কুড়িয়ে নেওয়া যত ঝরে পড়া শব্দফল
জমিয়ে রেখেছি যত্ন করে কলমের খাঁজে,
যদি কখনো ভাসিয়ে দেয় তোর চোখের জলে ....
আজ শহরের নির্জন রাস্তায় হাঁটছে আমার সব ভুল
মনের অন্তর্বাস ছুঁয়ে আছে জমে থাকা যত জল,
প্রতিটি অঙ্গে আজ শুধু অপেক্ষা -- দূরের বিলাসী
হে মহিয়সী, আমি যে তার সুদুরের পিয়াসী।
জানি সব শেষ হয়ে গেছে অথবা হয়নি শুরু কিছু,
জীবনের নিরর্থকতা প্রেমহীন থেকে অর্থবহ হয় শুধু;
তবু তহবিলে গচ্ছিত রাখি সব স্মৃতি, বিদগ্ধ জোনাক --
কালো রাত শেষ, আবার শুরু হবে নতুন প্রেমের সকাল
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।