বাইশ থেকে আটাশ কিংবা মধ্যবিত্তের রাত
- অনিরুদ্ধ রনি

ক্রমশ বেমালুম ভুলে যাই
নতুন ভোর ফুরিয়ে গেলে,
এগিয়ে আসে অদ্ভুত অন্ধকার ।
আমাকে আকড়ে ধরে -
মুখ চেপে কালোয়
তারপর সব যন্ত্রণার কাতরানি..
আমি দ্যাখি বালিশ চুষে নিচ্ছে
দুটি বাইশ বছরের চোখের জল,
চিরচেনা চারটে দেয়াল -
ক্রমশ ছোট হয়ে আসে ধীরে ধীরে;
তারপর তারাও কেড়ে নেয় চিৎকার।
এ শহরে মধ্যবিত্তের বাইশ থেকে আটাশের
রাত মানেই শত অভিযোগ, সঙ্গীহীন, একাকীত্ব, অন্ধকার
বালিশ হয় ক্ষোণী, দেয়াল কেড়ে নেয় চিৎকারের অধিকার।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।