তুমি
- অনিরুদ্ধ রনি

কে তুমি কেন বারবার আমাকে নাড়া দিয়ে যাচ্ছো?
কেন মনে হচ্ছে আমি তোমাকে বহুদিন ধরে খুঁজেছি..!
পৃথিবীর প্রতিটা কোণায় কোণায় অন্ধকারে, আলোতে, খুঁজেছি বাতাসে;
ভাসিয়েছি তোমার নাম।
কিন্তু তুমি তো দেখা দাওনি..!
আমার মন খারাপের রাতে কালো মেঘেদের সামনে কখনও রুখে দাঁড়াওনি!
আজ তবে কেন এতো কাছে আমার!?
আমি আর ভাবতে পারছি না,
সব ভাবনাগুলো একজোট হয়ে কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে..
কোথায় যেন হারিয়ে যাচ্ছি!
কেন আসলে আমার কাছে?
আমার সময় ফুরিয়েছে। বিদায় নিতে হবে আমাকে।
কেন আসলে বলো? কত কথা ছিল তা হল না বলা,
কত ভালোবাসা দেওয়ার ছিল, কত লেখা অসম্পূর্ণ রয়ে গেলো।
কেন আসলে না সময় থাকতে!
আবার এসো কখনও, রঙিন স্বপ্ন হয়ে ভয়ংকর এক রাতে।
আমি অপেক্ষা করে থাকবো।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।