মেঘকে চিঠি
- অনিরুদ্ধ রনি

প্রিয় মেঘ,
তোমার সাথে আমার আজন্ম অভিমান, সন্ধ্যের অন্ধকারে যখন তুমি মিশিয়ে নিয়েছো নিজেকে, সে থেকে আমার ভারি হতে থাকে রাত্রির বুক, তারপর, সেদিন সকালে গুল্মলতার মতো সাজিয়েছো নিজেকে, আমি কাকডাকা ভোরে চোখের কার্ণিশে জমিয়েছি শত শোক।
তোমার সাথে জমানো অভিমানের ঠিকানায় অভিযোগ করেছি শত, প্রতিউত্তরে হৃয়ে জমেছে ক্ষত, বিষাদের পেয়লা হাতে নিয়েও আমি ক্ষান্ত হইনি, পানশালায় নিজেকে সুখি ঘোষণা করে দরজায় দুঃখ সেটেছি কত।
বিস্মৃত কত স্মৃতি আমাদের এই ডিসেম্বরের শহরে, শহরের অলিগলি এতদিনে তোমার সব বেশ চেনা, নব সঙ্গী যদি চায় বেড়াতে তব করিও না যেন মানা।
প্রিয় মেঘ, আকাশের বুকে তোমার কিসের ছিল বেমানান, অন্ধকারে কার ছবি আকবে শুনি, আমিই জানি অন্ধকারে মেঘের সাজ বড্ড বেমানান, ভুলভুলাইয়া অতীতের সাথে দেখা না হোক আর।
প্রিয় মেঘ, অভিশাপ নয় তুমি জেনে নিও তোমার সাথে আমার এক আকাশ সমান অভিমান..


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।