অ ভি মা ন
- অনিরুদ্ধ রনি

প্রিয় মধ্যরাত,কেমন আছো তুমি?
কেমন আছে তোমার নিঃসঙ্গ অভিমান?
নিয়ম ভেঙ্গে ব্যক্তিগত নাম দিয়েছো অনিয়ম।
আকাশের সাথে তোমার আজন্ম অভিমান!
অভিমান তোমার জোনাক জ্বলা নক্ষত্রের সাথে,
অষ্টাদশ পেরিয়ে যাওয়া চাঁদের জ্যোৎস্নার সাথে,
অভিমান তোমার নিয়ম ভেঙ্গে,অনিয়ম হয়ে যাওয়া আমার সাথে।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।