একটা শীতের রৌদ্রজ্জ্বল সুন্দর দিন
- অনিরুদ্ধ রনি
একটা শীতের রৌদ্রজ্জ্বল সুন্দর দিন –
একজন প্রেমিক তার প্রিয় দুঃখকে
আনন্দময় চমক দিতে নিজের শহর -
পরিচিত গন্ডি ছাড়িয়ে হাতড়ে হাতড়ে অনেকদূরে চলে যাচ্ছে।
গন্তব্য - যোখানে তার দুঃখ বাস করে!
গিয়ে দ্যাখা গেলো চমক আনন্দময় হবার চাইতে অভিমান -
ভড়কে যাওয়া ধরনেরই বেশি হলো!
নিজের এলাকা বলে হাত ধরতে দ্বিধা,
একসাথে রিকশায় চড়তে কুণ্ঠাবোধ, পাশে বসতে দ্বিধা!
অতএব ক্লান্তি - দুঃখী - অভিমানী একটা মুখ– "
জীবনের একটি শীতকালীন স্মৃতি থেকে..
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।