ছুঁয়ে দেখার তৃষ্ণা
- অনিরুদ্ধ রনি
এই শহরের জীবন বেঁচে আছে কংক্রিটের দেয়ালে,
পিচ ঢালা রাস্তা আর চারদেয়ালের মাঝে বন্দী যান্ত্রিকতা;
আমি মনস্তাত্ত্বিক মানুষ, একটা হৃদয় আছে
রক্তে মাংসে গড়া একটা মানুষ
আমার দুটো চোখ আছে
আমি দেখতে পাই আরেকটি হৃদয়
এই শহরের ইট-পাথর কিংবা যন্ত্র যেটা পারে না।
আমার দুটো হাত আছে
তবুও আমি স্পর্শ করতে পারি না!
তোমাকে স্পর্শ করার তৃষ্ণা আমাকে পুড়িয়ে মারে,
এই দূরত্ব কিসের? তোমার কি হৃদয় নেই?
নাকী কংক্রিটের বুকে আঘাতের চিহ্ন রয়ে গেছে!
পুরনো কোন ব্যাথা তোমায় ব্যাথীত করছে?
আমি জানতে চাই! সে আঘাত ঠিক কতটা ব্যাথিত করেছে তোমায়,
সেই আঘাত সারাতে কতটা ভালোবাসতে হবে আমার,
আমি জানতে চাই,
আগে কেউ ঠিক কতটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলো তোমায়,
আমি তারও বেশি সত্যকে সামনে এনে হাজির করবো তোমার,
আমি তবুও তোমায় স্পর্শ করতে চাই,
নাহয় তোমায় ছোঁয়ে দেখার দীর্ঘ তৃষ্ণায় আমি
এই শহরের দেয়াল গুলোয়
নিখোঁজ বিজ্ঞপ্তি হয়ে ঝুলে যাবো।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।