তোমার জন্য কবিতা
- অনিরুদ্ধ রনি
তোমার ভেজা চুলে মাদকতার গন্ধ খুঁজি,
লাজুক চোখে খুঁজি সৃষ্টির অব্যক্ত রূপ;
তোমার ফিসফিস কথাগুলোর অর্থ খুঁজি,
নীরব রাতে খুঁজি বুকে ভালবাসার ধূপ!
তোমার আঙ্গুলভাজে বেঁচে থাকার ছন্দ খুঁজি,
হাতের মুঠোয় খুঁজি প্রেমের অরণ্য,
লতায় জড়ানো নুপুরে তোমার সে কী উচ্ছ্বাস,
ঐ হাসির কাছে আমি যে নগণ্য !
তোমার চোখের কোণে লোনাজলের উৎস খুজি,
অভিমানের সুর খুঁজি ঐ পাজর জুড়ে,
তোমার চলার পথে ধূলোর ভিড়ে স্বপ্ন খুঁজি,
ভালবাসার ঘর বানাতে ঐ সুদূরে.!
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।