স্বপ্ন
- অনিরুদ্ধ রনি

চোখের কোনে বেয়ে পরছে জল,
বুকের ভেতর কেমন আটকে যাচ্ছে নিঃশ্বাস,
শ্বাসকষ্ট হচ্ছিল, ছটফট শুরু হলো
মসজিদের মাইকে ফজরের আজান শুনছি
চোখের জল মুচছি, শ্বাস ছেড়ে শ্বাস নিচ্ছিলাম
একটা সময় এমন সময় ফোনটা রেখে ঘুমাতাম
আজ এমন সময় ঘুম ভাংলো, স্বপ্ন কি সত্যি হয়?
সত্যি হলে হোক মিথ্যে বলিনি একটি কথাও
আপনি আমাকে ভুলে গেছেন
এ কথাও মিথ্যে নয়


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।