যদি একদিন দেখা হয়
- অনিরুদ্ধ রনি
যদি একদিন দেখা হয়,
ব্যাস্ত শহরের হাজার লোকের ভীরে,
তখন কি আমায় দেখে থমকে যাবে?বিষন্নতায় ভাঙ্গবে আকাশ?
যদি একদিন দেখা হয়,
শিউলি ফোঁটা স্নিগ্ধ সকালে,
তখন কি একগাল হাসি দিয়ে আমার সামনে এসে দাঁড়াবে?
নাকী চোখের কোনে গড়িয়ে পরবে অনবরত জল?
যদি একদিন দেখা হয়,
গ্রীষ্মের কাঠ ফাটা রোদে,
তখন কি তোমার মুখটা ঘেমে লাল হয়ে যাবে?
নাকী স্মৃতি পোড়াবো রৌদ্র তাপে?
যদি একদিন দেখা হয়,
ভোরের কুয়াশাতে,
তখন কি এক পলকেই কুয়াশাতে হারিয়ে যাবে?
নাকী ফোটাবে মিথ্যে হাসি?
যদি একদিন দেখা হয়,
তোমার বাড়ীর একদম সামনে,
তখন কি খুব বেশি অবাক হবে?
নাকী থমকে যাবে ক্ষানিক সময়?
যদি একদিন দেখা হয়,
কোন এক বৈশাখী মেলায়,
তখন কি একগুচ্ছ কাচের চুরি কিনে দিবে?
নাকী দূর থেকেই দেখে যাবে অবলীলায়.?
যদি একদিন দেখা হয়,
চলন্ত বাসে ভিরে,
তখন কি তোমার পাশের সিটে বসতে দিবে?
নাকী উঠে দাড়াবে নির্দিদায়?
অবশেষে যদি একদিন দেখা হয়,
ভোর রাতের স্বপ্নে,
তখন কি ঘুম ভেঙে একটি বার আমাকে মনে পরবে?
নাকী আধখোলা চোখ মেলে বলবে দুর ছাই??
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।