অন্তর্জাল
- অনিরুদ্ধ রনি
অনিরুদ্ধ!
সেদিন বৃহস্পতিবার আপনাকে আমার অফিসের গলিতে দেখেছি,
গাল ভর্তি চাপ দাঁড়ি, চেক শার্ট বেশ ফর্মাল ড্রেসআপ,
আগে তো বেশ উড়নচণ্ডী আউলা বাউল ছিলেন,
এখন এত পরিবর্তন! নতুন কেউ এসেছে বুঝি?
আগে তো কত করে বলতাম, একদিন আসেন চা খাই,
কোনদিন তো আসতেন না,
অনিরুদ্ধ!
জানেনতো পৃথিবীতে সব কিছুর পরিবর্তন হয়,
শুধু ভালোবাসার যায়গাটা পরিবর্তন হয়না,
আপনাকে পাবো না জেনেও ভালোবেসে ফেলেছি,
সে কথা আজ বললাম,
না বললেও অবশ্য আপনার জানার কথা,
কারণে অকারণে অকপটে কতভাবেই তো আপনাকে বলেছিলাম,
আপনার ইনবক্সে প্রতিটি জন্মদিনের প্রথম শুভেচ্ছা আমিই পাঠাতাম,
অনিরুদ্ধ!
আপনার এই পরিবর্তনের পেছনের রহস্য আমার জানার ইচ্ছে নেই
এটা হতেও পারে আপনাকে আমার শেষ চিঠি
আবার কখনো অফিসের গলিতে আসলে
দোতালায় দক্ষিণের জানালায় তাকাবেন
আমি একবার আপনার চোখে চোখ রাখবো,
আমি দেখতে চাই আপনার চোখে কি লুকানো আছে,
আগামী বৃহস্পতিবার চোখে কাজল দেবো,
ভালোবাসা বহুরকম হয়
হতেও পারে এটা একপাক্ষিক ভালোবাসবো,
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।