মুড সুইং থেরাপি
- অনিরুদ্ধ রনি

মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়,
তুমি সব সময় মনে করবা তোমার পিছনেও একটা দেয়াল আছে,
যেটা তোমায় বুঝে, ইট পাথরের না,
রক্ত মাংসের এবং সেখানে একটা হৃদয় আছে,
সেখানে ভালোবাসা আছে।
মনে রাখবা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মনেই
তোমার হেরে যাওয়া নয়
কারণ তোমার একজন ভালোবাসার মানুষ আছে
যে তোমাকে হারালে সব হারাবে
সে তোমাকে এত সহজে হারাতে দিবে না
তুমি শান্ত হও
নির্জনতা ভালো
একাকীত্ব নয়
বেঁচে থাকার ইচ্ছে রাখো
চলে যাওয়া নয়।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।