উল্টো পিঠ
- অনিরুদ্ধ রনি

তোমার চোখের ওপর স্থিরদৃষ্টি রেখে
হৃদয়ের উঞ্চতায় মিশতে চেয়েছিলাম
হৃদয় পুড়লো আমার হৃদয়-অনলে
আর এদিকে, স্মৃতিগুলো হয়েছে বিবাগী কষ্টের
তীব্রতম যন্ত্রণা নিয়ে
মাঝ রাতে ঘুম থেকে জেগে উঠি
শূন্য মন্দিরে এখনো তোমার স্পর্শ খুঁজি
হয়তো, কোনো এক নিশ্চুপ রাতে মেঘের আড়ালে
আসবে তুমি পৃথিবীর সব রং নিয়ে
এ বিশ্বাসে দাঁড়িয়ে আছি কষ্টের উল্টোপিঠে।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।