তুমি ঘুমাওনি প্রিয়!
- অনিরুদ্ধ রনি

তুমি ঘুমাওনি প্রিয়?
এখন আর আমি ঘুমাই না প্রিয়,
তোমার লিপ্ত চোখ আমার ঘুম কেড়ে নিয়েছে,
তোমার ভেজা ঠোঁট আমার ঘুম কেড়ে নিয়েছে,
ভালোবাসার নিয়ন বাতি সব সময় হৃদয়ে জ্বলে থাকে,
আমি ঘুমাতে পারি না,
ঘুম হতো যদি তুমি পাশে থাকতে,
দীর্ঘ ঘুমে আচ্ছন্ন হতাম যদি তুমি জড়িয়ে রাখতে,
তোমাতে উম্মুক্ত মাতাল হতাম,
তোমার নেশায় বুধ হয়ে আমি ঘুমিয়ে পরতাম,
তোমার সঙ্গ আমার ঘুমের ঔষধ হতো,
ভালোবাসায় হয় না এমন কোন কিছু নেই,
তাই তোমাকে চাই, তোমাকে চাই,
এ রাতে শুধু তোমাকে চাই...


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।