প্রহেলিকা
- অনিরুদ্ধ রনি
তোমার শহরে বিষাদের আকাশে,
কালো মেঘেদের ভিড়ে,
এক টুকরো রোদ খেলা করে।
আমি দূর আকাশে ভেসে বেড়ানো,
ছন্নছাড়া বাঁধন হারা,
তীব্র ঝড়ে মেঘেদের গর্জন।
তোমার লাল নীল আবরনে,
লুকানো নগ্নতার সাদাকালো দৃশ্যপটে,
ফিকে হয়ে আসা সত্ত্বায় অন্ধকার বসত গড়ে।
আমি পাতা ঝড়া হেমন্তের বিকেলে,
অসাড় তনুর নির্লিপ্ত পলকে
শুকনো বৃক্ষের মরমর গানে।
যতক্ষন দেহে রয়েছে প্রাণ,
অবিরাম এই সংগ্রাম,
তোমার ধূসর মায়ার আহবান।
আমি ভুলবোনা কতখানি ক্ষতে
রক্ত ঝরে ক্যানভাসে,
যত্তসব মিথ্যে শব্দের জয়গানে।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।