যে চলে গেছে কর্পোরেট প্রেমিকের হাত ধরে
- অনিরুদ্ধ রনি
যে চলে গেছে কর্পোরেট প্রেমিকের হাত ধরে
কিংবা তখন সাত বছর ফুরালো
তুমি বয়ে যাচ্ছো কর্পোরেট জীবন
হাতের মুঠোয় স্বপ্ন,ঢাকা থেকে সিডনি।
তখন সাত বছর পরে
আমিও ভুলে যাবো সব,ভুল ভুল যত দিন ছিলো আমাদের ;
ভুলে যাবো মুক্তারপাড়ার মাঠ,দুপুর নামিয়ে আনা কাজলদিঘীর ঘাট।
আমাদের সাধের প্রফেসরপাড়া।আহা!এই কাশফুলে তুমি-আমি মাখামাখি।
তখন সাত বছর ফুরালো
ফার্মে বসে আছে নতুন প্রেমিক
আমাদেরও এমন দিন ভুলে গেছি কবে।
তারপর?
তারপর তোমার-আমার নাগরিক ব্যস্ততায় যত সন্ধ্যা নামবে পৃথিবীর পরে;আমি ততবার তুমিহীনতায় ভুগবো।
একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুঃসংবাদ হবে 'আমি প্রেমিক হতে পারিনি'।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।