ফুলেশ্বরী
- অনিরুদ্ধ রনি
তোমাকে ভালোবাসতে বাসতে বুঝছি,
ভালোবাসা একটা প্রার্থনালয় __
হৃদয়ে পেতেছি মন্দির,
তুমি হলে ঈশ্বরী...
হৃদিমন্দিরে তোমার নামে জ্বালাই প্রদীপ
করি তোমারই পূজো।
তোমাকে ভালোবাসতে বাসতে বুঝছি,
তুমি একটা পবিত্র ফুল__
যে ফুল সুভাষিত করে হৃদ মাজার,
তোমারেই আগলে রাখতে আমি হলাম মালি
প্রেম দৃষ্টিতে ভোরে দেখি -
তোমার শিশির স্নান।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।