তোমাকে দেখার পর
- অনিরুদ্ধ রনি

তোমাকে দেখার পর
তোমাকে দেখার পর--
পৃথীবিতে আর কোন হিমালয় আমি দেখিনি
তোমায় দেখারর পর; আমি হিম শীতল হতে হতে
জমে যাই বরফের মতো -
তারপর আবার খোজ করি আগুনের
আমি আবার তোমাকে দেখি
তোমায় দেখার পর; খোজ করি আগুনের
উত্তপ্ত করি নিজেকে -
আমি উত্তপ্ত হই হতে হতে
নিজেকে তৈরী করি আগুনে
অতপর: তোমাকে এই উত্তাপ উপহার দেই
তুমি অগ্নির মতো শক্তি হাতে নিয়ে ...
ছুটে চলো ভ্রম্যান্ডের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে
আমি ক্লান্তির সীমা ভেদ করে
এক মুহুর্তের জন্য শান্ত হই
তুমি শান্তি দাও - তারপর
আমি আবার তোমাকে দেখি
মনে হয় এতদিন একই নক্ষত্র তলে
তুমি আমি এবং আমাদের এই পৃথিবী
অথচ, আমরা এতদিন আলাদা ছিলাম ।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।