অনিন্দিতা আর অনিরুদ্ধর আলাপ
- অনিরুদ্ধ রনি

আচ্ছা অনিরুদ্ধ! আপনি সব সময় হাস্যজ্জল একজন মানুষ
আপনার হাসিতে ভুলে যেতাম জীবনের দু:খ
আপনার কন্ঠস্বর শুনলে মনে হতো
সবার জীবনে অন্তত এমন একটা মানুষ থাকা উচিৎ
যার কথা শুনলেই নতুন ভাবে বাচতে ইচ্ছে করতো
অথচ, আপনি কেমন যেন হয়ে গিয়েছেন..
কি হয়েছে আপনার অনিরুদ্ধ? আমি কি শুনতে পারি?
অনিরুদ্ধ চেয়ারের হাতল থেকে হাতদুটো উঠিয়ে মাথায় চেপে ধরলো
যেন চুলের ভেতর চেপে আছে সব বিষাক্ত তীর... তারপর অনিরুদ্ধ বললো
বুঝলে অনিন্দিতা ! জীবনে সুখ একটা সঙ্গী মাত্র যেমন সঙ্গ দেয় সন্ধার আকাশে তারারা
রাতের আকাশে জোছনারা, সঙ্গ দেয় রোজকার বেকার দু চারটে বন্ধু কিংবা
একলা সময়ের মেঘলা আকাশের দু চার ফোটা বৃষ্টি
আমিও রোজ হাসি, হেসে বেড়াই পরিচিতদের মুখোমুখি
একাকী দু:খগুলো, হৃদয় ভাঙ্গা কষ্টগুলো নিস্তবদ্ধ শহরে যখন একা হই
জোছনা ঢেকে যায় কালো মেঘে তখন নিজের ভেতর নিজেকে পোড়াই


পুড়িয়ে কয়লা করি তারপর তুমি সামনে এসে যা দেখো তা হলো পাথর ..
কিন্তু অনিরুদ্ধ এত কষ্ট লুকিয়ে মিথ্যে হাসি হেসে জীবনকে পাথরে পরিণত করে কি লাভ বলেন?
- কোন লাভ নেই ! আমাদের বেচে থাকাটাই অনর্থক
শুধু ভালোবাসা ব্যাতীত পৃথীবিতে কোন কিছুই ব্যাক্তীগত নয়
এ জন্যেই বলি; যাদের বুকে পাথর নেই তারা আমায় কখনো কোন দিন ভালোবাসতে পারবে না
অনিরুদ্ধ! জানেন আপনাকে আমার খুব ভালো লাগে
আপনার সঙ্গে জীবন বদল করতে চাই
আমার জীবনেরও অনেক গল্প আছে আপনার কাছে সব লিখে রাখতে চাই
অনিরুদ্ধ হাহাহাহ করে হেসে বললো; জীবন বদল এত সহজ?
বেকার যুবকের বুক ভরা সচ্ছতা নিয়েও কি কোন লাভ হয়?
জীবনে চাহিদা মেটানোর জন্য হলেও একটা বড় পকেট প্রয়োজন তা আমার নেই
একটা আঠাশ বছরের যুবকের ৮০ টাকা দামের -
ক্ষয়ে যাওয়া জুতো জোড়ার গল্প এত সহজ নয় অনিন্দিতা!
পারবেন এমন একটা মানুষকে শক্ত করে ধরে রাখতে ?
আমার আর কিছু প্রয়োজন নেই অনিরুদ্ধ
আমি বেমি কিছু চাই না এই জীবনে
যে জীবনে সব হারিয়ে বসে আছি সেই জীবনে আর কি ই বা চাওয়ার থাকে
আমার যখন ভীষণ দু:খ হবে, পাতিলে খাবার মতো থাকবে না ভাত
তখন একটু আমাকে আদর করে মাথায় হাত ভুলিয়ে দিলেই হবে
ভিষন একাকী অনুভব করলে, সামনে এসে একটা হাসি দিয়ে বলবেন
অনিন্দিতা ভালোবাসি, লক্ষী আমার
অনিরুদ্ধ আমার কোন দালান বাড়ি কিচ্ছু চাই না
আমি আপনার হৃদপ্রবস্টে একটা ছোট্ট ঘর বানাতে চাই
আমাকে সেই ঘর বানানোর অধিকারটুকু দিবেন?


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।