তুমিহীনা নিখোজ বিজ্ঞপ্তি
- অনিরুদ্ধ রনি

তুমিহীনা কবিতার মতো করে;
এই আমিটা আমিহীন হয়ে যাচ্ছি ধীরে ধীরে..
তুমিহীনা এই শহরে-
এই আমিটাও নিখোজ হচ্ছি রোজ নিয়ম করে,
তুমিহীনা শহরের দেয়ালে আর লিখা হয়না__
কোন চিঠি!
তুমিহীনা এই ইট পাথরের চার দেয়ালে-
ঝুলেনা ধুলোময় কোন স্মৃতি...
অথচ, আমি রোজ নিয়ম করে,
আনমনে বেনামী ঠিকানায় গল্প লিখি!
লিখতে লিখতে লিখে ফেলি__
তুমিহীনা এই আমার;
নিখোজ বিজ্ঞপ্তি।


০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।