এখানে মেঘ এসে থেমে যায়
- অনিরুদ্ধ রনি
এখানে মেঘ এসে থেমে যায়
রাত্রি নামে চারিপাশে
তুমি হয়ে উঠো মেঘফুল...
আমার ভীষন আকাশ হওয়ার সখ
কিন্তু আকাশ হওয়ার মতো সাধ্য কি আর সবার থাকে
আমি যদি আকাশ হতাম--
তোমায় ভাসাতাম সাদা পায়রা
তুমি মুক্ত আকাশে উড়ে বেড়াতে ডানা মেলে
কিংবা তুমি হতে নীল
নীল হলে সুবিধে হতো
তুমি আমি মিলেমিশে থাকা হতো একসাথে
তোমায় নিয়ে এরকম কতশত ভাবি
তারপর আবার মুছেফেলি সব
সাদায় কালোয় মিলে মিশে হয়ে উঠি একাকার
তখন আবার এখানে
মেঘ এসে থেমে যায়
জীবন সংসার বড়ই কঠিন জানো তো !
যখন ভাঙ্গন ধরে তখন সব
ভেঙে পরে চারিপাশে কিছুই আর অবশিষ্ট থাকে না ।
০৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।