কেমন আছো?
- অনিরুদ্ধ রনি
কেমন আছো?
যতবার প্রশ্ন করি,
সেই চেনা উত্তর -
ভালো আছি, বেশ ভালো আছি।
টেলিফোনের এপার থেকে,
তোমার কেঁপে ওঠা গলা,
দীর্ঘশ্বাস, ছল ছল দুই চোখ,
আজও বেশ অনুভব করি।
আমিও ভালো আছি,
খুব খুব ভালো আছি।
তুমিও হয়তো অনুভব করতে পারো,
তাই তো আর জানতে চাও না।
প্রেমের রঙ বদলেছে।
সবুজ থেকে হলুদ,
হলুদ থেকে ধূসর,
তারপর ঘন কালো অন্ধকার।
তোমার সাথে কাটানো এক একটা মুহূর্ত,
যেন এক একটা অধ্যায়।
তোমার সাথে খুনসুটি,
আলতো করে কাটা চিমটি,
তোমার নরম হাতের ছোঁয়া,
তোমার স্নিগ্ধ হাঁসি,
সবেতেই বুক টা আজও চিনচিন করে ওঠে।
স্মৃতির সাগরের ঢেউ এ ধাক্কা খেতে খেতে,
কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছি ক্ষণে ক্ষণে।
এক দমকা বাতাস নিয়ে যাবে,
শান্তির এক দেশে সযত্নে।
ভুলে যেও এবারের মত, কে ছিলাম আমি তোমার,
আজ এক রত্তি ও দুঃখ নেই আমার।
ফিরব আবার, এবার নদী হয়ে।
সামনে যদি দাড়ায় উঁচু পাহাড়,
ঠিক পথ খুঁজে নেব।
মিশবো তোমার সাগরে গিয়ে ।।
১০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।