স্বাধীন মাতৃলোকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বাধীন মাতৃলোকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০১২-৮-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
হে স্বপ্নের প্রত্যাশা! অবাক করলে তুমি!
বিপ্লবের পরেই দেখি ক্ষুব্ধ এ স্বদেশভূমি।
বিপ্লবীরা হারিয়েছে পথ,স্বাধীনতা যে পরাধীন,
বিষ্ময়কর অধপতন!দিকে দিকে ক্রোধ দিন দিন।
দেশবিরোধী চক্র খুব দ্রুতই বুঁনেছে ষড়জাল,
খামছে ধরেছে মুক্তির পতাকা মুনাফেক আজকাল।
অবাক দেশ চেতনা! অবাক করলে আরো,
দেখি এই দেশে দেশপ্রেম নেইকো কারো।
বিষ্ময়কর প্রাণ, ভুল পথে বিপ্লবীরা বারবার,
নির্লজ্জ ছুটেছে দেশদ্রোহী শকুনের দরবার।
বিপ্লবীদের রাঙা চক্ষু যখনি দেখেছি পথ- ঘাটে
ঘাতকের চরিত্র যেন উঠেছে ফুটে চিত্রপটে!
বিপ্লবের কবিতা যখনি নিয়েছি হাতে,
মীরজাফরের পদ চিহ্ন দেখিছি তাতে।
হে প্রত্যাশা!ক্ষণে ক্ষণে পদাঘাতই শুধু পেলাম,
বিষ্ময়কর বিপ্লবে আজ যেন স্বাধীনতা হারালাম!
বিদ্রোহ, তুমুল বিদ্রোহ আজ দিকে দিকে-
জনতাই শুধু বঞ্চিত লাঞ্চিত স্বাধীন মাতৃলোকে।
----------------------------------------
১২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।