লক্ষ্য রাখা পথিক
- অথই মিষ্টি
জ্বলে উঠুক আসমান নিজের রঙে
রাঙিয়ে যাক মানব মন সংগোপনে
ভাসুক স্বপ্ন আঁখির পাতায়
সার্থকতা আসুক পরিশ্রমের খাতায়।
প্রসঙ্গ যখন নতুন দিনের প্রত্যাশা
জেগে উঠুক তবে হৃদয়ের সকল আশা
লক্ষ্যের পথ ধরে বাড়িয়ে পা
লক্ষ্য রাখা পথিকরা সব এগিয়ে যা।
বুক ভরা আশা নিয়ে করলে পরিশ্রম
সৃষ্টিকর্তা ফেরাবে না রাখিও স্মরন।
১৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।