নিয়ত ঘোষণা শুনেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নিয়ত ঘোষণা শুনেছি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৪-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
নিয়ত ঘোষণা শুনেছি আসছে মুক্তির শুভক্ষণ,
আঠারো কোটি জনতা এখনো দেখেনি সেইক্ষণ।

এখনো দিকে দিকে হাজারো সন্ত্রাসের হিজিবিজি,
রক্তে রক্তে চলেছে মবতন্ত্রের উৎসব চাঁদাবাজি।
আজো বদলায়নি সেই পুরানো ধারা নবীণের তন্ত্রে,
এখনো হত্যা রাহাজানি ছিনতাই চলমান গণতন্ত্রে।

এখনো জাতি শান্তিরে খুঁজে মুক্তির যুদ্ধের রণারঙ্গে,
এখানো মুক্তির ঠিকানা পায়নি লাল সবুজের রঙে।
দুর্ণীতি -সুদ -ঘুষে জাতি লড়ছে - জাতি মরছে আজ,
অথচ নিয়ত ঘোষণা শুনেছি এবার হবে মুক্তির কাজ।

কি নবীণ! কি প্রবীণ সবাই যেন ভেঙ্গেছে অঙ্গিকার,
শাসকেরা যেন দুর্ণীতির মঞ্চে মিলেমিশে একাকার।
দিকে দিকে দেখছি শুধু দেখছি মুনাফিকের ঝড়!
বিশ্বাস ঘাতকের বুলেটের চিহ্নে বুকে বুকে স্বাক্ষর।

প্রতি মুহূর্তে নতুন চেয়েছি,মু্ক্তি চেয়েছি প্রতি নিঃশ্বাস,
পুরাতন ছুঁড়েছি! কিন্তু হারিয়েছি ঐতিহ্যের ইতিহাস।
দিকে দিকে অস্থিরতা মৃত্যু আহত নিহত কাছাকাছি,
জাতির জিজ্ঞাসা কি পেয়েছি! আধ মরা বেঁচে আছি।

আজ স্বাধীনতা মৃত্যুর মুখোমুখি তবু নিশ্চুপ স্বদেশ,
নিয়ত ঘোষণা শুনেছি মুক্তির সূর্য উঠবেই বঙ্গ আকাশ।
দিক্‌দিগন্তে প্রসারিত হতে দেখেছি মুনাফিকের ডাক,
তাই আজকে গ্রাম ও শহরে কাঁদছে জনতা লাখে লাখ।
------------------------------------------------------


১৪-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।