পোয়াতী রাজনীতি
- ফয়জুল মহী

আহ্ দেশ!
মানুষ মরে অভাবে
রাস্তার নিরীহ কুকুর
হাঁস খায় ওয়েষ্টিনে

হারামে আরাম বৃদ্ধ আশ্রম
তোশক তুলে রাখো সাথে নিতে
পানি খাও পাথর খাও মা মাটি
সব খাও ।

মব সেজে ঢোল বাজাও
ভিখারি হতে রাজা হও
তসবি হাতে সেজদা লাগাও
কাজ হবে না কিছুইতে
বৃদ্ধ হলে খোঁজতে হবে আশ্রয়টা
কোথায় যে।

ছবিঃ প্রথম আলো l


১৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।