সমাজের চিত্রটা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সমাজের চিত্রটা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
বদলে গেছে, সমাজের চিত্রটা বদলে গেছে ভাই,
রন্ধে রন্ধে অত্যাচারী নেতার গর্জন শুনতে পাই।
পাতি নেতা! ছাতি নেতা! আজকে সমাজের ত্রাতা,
হরতা -কর্তা- বিচারক -রতি -মহারথী যত উগ্রতা।
দিকে দিকে ভয়ঙ্কর গর্জন কালো রক্তের বান,
নিষিদ্ধ অস্রের মহড়ায় কম্পিত কত শত নিরহ প্রাণ।
সমাজের চিত্রটা বদলে গেছে ভাই দৃশ্যপটে-
গুম -হত্যা -মারামারি- রাহাজানি- চাঁদাবাজি পথঘাটে!
গৃহযুদ্ধের পদধ্বনি শুনি প্রাণ হতে প্রাণ,
তবু নিশ্চুপ প্রতিবাদী কাপুরুষের মতন।
পাতি ছাতি নেতাদের রাঙা চক্ষু এক আতঙ্কের নাম,
সমাজ এখন বিভক্তি দ্বার প্রান্তে পরাজিত শিরোনাম।
অপমান অপদস্ত যেন এক কালো মেঘ উজ্জ্বল রোদ্দুর,
সমাজের চিত্রটা বদলে গেছে ভাই,সভ্যতা দূর-বহুদূর!
মাদক দ্রব্যের অবাদ বিচরণ তারুণ্যের উচ্ছাসে,
নেতার নেতৃত্ব আজ বড় তীব্রতর সন্ত্রাসী-অগ্রাসে।
ক্ষণিক স্বার্থের মহড়ায় আজ সমাজে অস্থির হাওয়া-
সভ্য মানিবিক ব্যবস্থাকে অনিষ্টেরা করেছে ধাওয়া।
সমাজের চিত্রটা বদলে গেছে ভাই হিংসার কারনে,
সৎ যোগ্য নেতেৃত্বের অভাবে আমরা মরেছি দহনে।
মানবিক সাম্য সম্প্রীতি এ সমাজের মুক্তি ও সম্মান!
রুখে দাও রাজনীতির নামে গৃহযুদ্ধের হিংস্র তুফান।
----------------------------------------------------
১৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।