কনফেশনাল পোয়েট্রি
- অনিরুদ্ধ রনি

আপাতদৃষ্টিতে, তারা গতিশীল, প্রগতিশীল; কিন্তু
প্রকৃতপ্রস্তাবে, গণ্ডিবদ্ধ ভাবনায় আটকে-পড়া বৃত্ত ছিলো তারা;
তারা ছিলো, সেইসব সাপের কুণ্ডলী, যারা, একদিন,
নিজেদের লেজ নিজেরাই চিবিয়ে খেয়েছে; তুমি সেই
বিষধর কুণ্ডলিকে সাতনরী হার ভেবেছিলে !

তাদের জবান থেকে, চোখ-মুখ-চুল-নখ, সারা দেহ থেকে,
ছদ্মবেশী ক্যামেরার ফ্ল্যাস থেকে,
নীতির নিবিষ্ট আলো ঠিকরে এসে
ঝলসে দিয়েছিলো বহু চোখ, একদিন
তাদের আওয়াজ ছিলো জনপ্রিয় নীতিশাস্ত্রজ্ঞান...

আজ দ্যাখো, নিবিড় তাকিয়ে দ্যাখো, সেইসব লোক
বীভৎস্য কঙ্কাল হয়ে বেঁচে আছে, জীবম্মৃত শব্দটির
জলন্ত প্রমাণ হয়ে আছে;

তুমি তাকে সাতনরী হার ভেবেছিলে !

তারা ক্যামেরায় ক্যাপ্চার করেছিলো অসত্য আকাশ,
আর ভেবেছিলো, তারা ওই আকাশের মতো;
তারা ক্যামেরায় ক্যাপ্চার করেছিলো অবাস্তব নদী,
আর নিজেদের নদী ভেবেছিলো;
তারা ক্যামেরায় ক্যাপ্চার করেছিলো কাল্পনিক সমুদ্রের ঢেউ,
আর ভেবেছিলো তারা সব বিপুল সাগর;

যে-সকল চিত্রকর, নিজের অস্তিত্ব ঢেলে, চেতনার রঙ দিয়ে
এঁকেছিলো আপন হৃদয়___
তারা কিন্তু সেইসব শিল্পীকেও অপমান চূড়ান্ত করেছে,
সেইসব শিল্পীদের আত্মজ চিত্রকলাকে, তারা
কাঁচকলাও বলতে ছাড়েনি;

শব্দের অর্থ-নিয়ন্তা, যারা কবি; তারা কিন্তু কবিকেও
উপহাস করতে ভোলেনি !

তুমি সেই বিষধর কুণ্ডলীকে সাতনরী হার ভেবেছিলে !
সেই কথা কেউ না-জানুক, আমি বিমূঢ়, জেনেছি ।

আজ দ্যাখো, তাদের শরীর থেকে, ঝুপঝাপ খ'সে পড়ছে
ভণ্ডামীর শত পলেস্তারা; দৃশ্যমান হয়ে উঠছে
পতনের প্রচণ্ড আওয়াজ...

তাদের ক্যামেরা থেকে, কাঠবিড়ালীর মত
লাফিয়ে লাফিয়ে নামছে অমাবস্যা,
গুপ্তহত্যার মতো ঘৃণ্য অপরাধ...

তুমি সেই বিষধর কুণ্ডলীকে সাতনরী হার ভেবেছিলে !
সেই কথা কেউ না-জানুক, বিব্রত-বিমর্ষ, আমি তা জেনেছি ।

আমি কবি, আমি সেই কবি; চোখ বন্ধ রেখে,
সবচেয়ে বেশি দেখি চোখে;
আমি কবি, আমি সেই কবি; চোখ বন্ধ রেখে,
আগাম-নিগুম ঠিক জেনে ফেলি, সকলের আগে...

তুমি সেই বিষধর কুণ্ডলীকে যথেষ্ঠ নির্বাণ ভেবেছিলে !
সেই কথা কেউ না-জানুক, নিগৃহীত, আমি তো জেনেছি !!

তোমার আস্কারা পেয়ে___
তাদের শরীর থেকে ফোঁটা ফোঁটা পুঁজ
ঢেউয়ের তোড়ের মতো ধেয়ে আসছে
অমল স্নেহের দিকে, প্রিয় এক প্রজন্মের দিকে...

হতভম্ব, তুমি আছো দূরে...

আমার হৃদয়ে আছো, নিকটে তো নাই !
বলো দেখি, এই সর্বনাশ আমি কী দিয়ে ঠেকাই ?


১৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।