অনিরুদ্ধ ৮
- অনিরুদ্ধ রনি
অনিরুদ্ধ!
তোমাকে একদিন না দেখলে আমি ভালো থাকতে পারিনা।
সেটা কি তুমি জানোনা?
তুমি যে আমার সমুদ্র,,
আমি যে তোমার নদী,
নদী তো সব সময় সমুদ্রে
মিলিত হতে চায়,,
সে কি তুমি জানোনা?
অনিরুদ্ধ!
তুমি তো বলেছিলে!
চাঁদ ভালোবাসো,,
চলোনা কোন এক পূর্নিমার জ্যোৎস্না ভরা রাতে,,,,
চাঁদ দেখবো দুজনে দুজনের হাতটা ধরে হাতে।
অনিরুদ্ধ!
লোকে বলে পাগল নাকি তুমি,,
কিন্তু আমি বলি পাগল তো কি হয়েছে,,,
আমার যে খুব ভালো লাগে তোমার পাগলামি।
অনিরুদ্ধ!
চলোনা আমরা চলে যাই
কোন এক নির্জন দ্বীপে,,
যে দ্বীপে ফুটে থাকবে
হাজার গোলাপ,বেল, রজনীগন্ধা আর জুইফুল।
সে ফুল তুলে মালা গেঁথে,
বেঁধে নেবো এলো চুল।
অনিরুদ্ধ!
নির্জন সন্ধ্যায় পাখিরা
ওঠে ডাকি,,,,
সন্ধ্যা গড়িয়ে রাত নামে
ডাক দেয় রাতচরা।
নির্ঘুম রাতে একপলকে তোমায় ভেবেই চাঁদের দিকে তাকিয়ে থাকি।
অনিরুদ্ধ!
আমায় দিও !
তোমার ওই শিউলি ঝরা,
স্নিগ্ধ বুকের একটুকরো
সুখের জমি,,
সেই জমিতে বাঁধবো বাসা
থাকবো শুধুই তুমি আমি।
১৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।