জীবন এখানে জ্যামিতি হয়েছে
- অনিরুদ্ধ রনি
সোজা হতে হতে আমরা এতোটাই সোজা হলাম যে-কোনও কৌণিক ভিউ থেকেই মনে হবে
শুয়ে আছি আনুভূমিক...
ফল ভারানত শাখাটিকে দ্যাখো, নুয়ে পড়তে পড়তে এতো বেশি ঝুঁকে পড়েছে বৃক্ষের কাণ্ড-সন্নিহিতে, যে,
দৃশ্যমাত্রই তাকে মনে হচ্ছে
সবচেয়ে খাড়া, সুস্থ আর দৃঢ়... দণ্ডায়মান;
এইসব দৃশ্য ধাঁধা নিয়ে
তোমার মগজে আজ স্থিরচিত্র আমি,
নিসর্গের মামাতো প্রেমিক...
দৃষ্টি ফেরাও, হে উলম্ব অহম!
ভূমির সমান্তরালে আমরা খাঁড়া হয়ে আছি...
বৃক্ষের সমান্তরালে ঝুঁকে-নুয়ে আছি...
আকাশ-মাদুরে আমরা শুয়ে, শুয়ে আছি৷
_ অনিরুদ্ধ রনি
১৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।