হায়রে জীবন
- অপু চন্দ্র বর্মন
হায়রে জীবন!
কত শূন্যতার গহ্বরে ডুবি রোজ—
টাকা নাই, পকেট শূন্য, স্বপ্নও শূন্য,
ঘামে ভিজে মাঠে ফসল ফলাই,
অথচ আকাশে বৃষ্টি নাই—
শস্যের শিকড়ে জল মেলে না আশার জলধারা,
ফসল ফলেও—দাম নাই বাজারে,
কৃষকের চোখে শুধু হিসাবের জ্বালা।
হায়রে জীবন!
চাকরি নাই, কাজ নাই—
হাতের রেখায় রুটি নেই, সংসার চলে হাওয়ার ভরসায়,
পকেটের শেষ কয়েনটিও গলে যায়
বাজারের রোদের তাপে।
ব্যবসা করার ইচ্ছে আছে, শক্তি নাই,
ইনভেস্টের টাকাটুকু নাই হাতে,
কেবলই স্বপ্ন—দিনমজুরের ঘামে পুড়ে যায়!
তবুও জীবন থামে না,
পেটের ক্ষুধা থামে না,
চোখে স্বপ্ন জাগে নতুন ভোরের—
যদি একদিন ফেরে বৃষ্টি,
যদি শস্যে ওঠে সোনালি হাসি,
যদি হাতে ধরে কাজের চাবি,
যদি একদিন টাকায় ভরে পকেটের ফাঁকা পাতা!
হায়রে জীবন!
তোর কাছে আছি মাথা নত করে,
স্বপ্নের খাতায় ক্ষুধার অক্ষর লিখি,
যদি একদিন জোয়ার আসে,
যদি একদিন শূন্যতা ভরে ওঠে—
ততদিন বুকের ভিতর বিশ্বাস রাখি,
জীবনকে আবার নতুন করে গড়ি।
__________________________
রাজাগাঁও, ঠাকুরগাঁও
১৮ শ্রাবণ, ১৪৩২
১৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।