হিসাবের খাঁচা
- অপু চন্দ্র বর্মন
পৃথিবীতে যত কাজ আছে গোনা,
মানুষ কেবল টাকাই গোনে মনা।
দু’হাতে গড়ে স্বপ্নের বেহালা,
কিন্তু টাকায় বাজে সত্যের জ্বালা।
চাষা-গরু, শ্রমিকের ঘাম,
টাকার কাছে সকলের দাম।
সোনার খনি গায়ে মাখে রং,
গোনার ভিড়ে বেহিসাবি ঢং।
চোখে যদি স্বপ্নের পাখি,
টাকার খাঁচায় বেঁধে রাখি।
সব ভুলে যায় হিসাবের ছলে,
টাকার গুনতি ঠিকই চলে!
মানুষ গড়ে শহর-বন্দর,
টাকার খোঁজে ভাঙে কন্দর।
ভুলের খাতা ভরা যত দোষ,
গোনার খাতায় নিখুঁত ঘোষ।
হায়রে মানুষ! গোনার খেলা,
শেষ হবে কি? মুছে যাবে বেলা!
টাকার নিচে চাপা পড়ে প্রাণ,
গোনা শেষ? স্বপ্ন অজান!
_____________________________
দিনাজপুর
১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ।
১৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।