যুদ্ধের গান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যুদ্ধের গান
মোঃ আমিনুল এহছান মোল্লা
---------------------------------------
এই চেতনা নয় পরাজয়ের অশ্রু,
এই চেতনা ঢাকের মতো, বজ্রধ্বনির ঝঙ্কার।
এই চেতনা মুক্তিযুদ্ধের জোয়ার,
রক্তের স্রোত যা হৃদয় দোলায় অপার!
কে পারে আটকাতে, কে পারে শৃঙ্খল বাঁধতে?
ভয়হীন এই চেতনা গর্জে ওঠে বারবার।
এই চেতনা অটল অশ্ব, যা কখনো ক্লান্ত হয় না,
যুদ্ধের মাঠে জ্বালাময় আগুনে ছুটে চলে।
যোদ্ধাদের শক্তি, দৃঢ় ও উঁচু,
শহীদদের রক্ত, মাতার ডাক চিরন্তন।
এই চেতনা শপথ, এক অটল প্রতিশ্রুতি,
ঝড়, বজ্রপাত, আকাশ ভেঙে চলে।
এই চেতনা লাল-সবুজের গান,
কোনো শক্তি বিধ্বংস করতে পারে না বিজয়কে।
এই চেতনা এক সুর, তীব্র ও শক্তিশালী,
সাহসীদের মিছিল, যুদ্ধের গান অনন্তকাল!
--------------------------------------------------------
২০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।