মাথা উঁচু করো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মাথা উঁচু করো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
---------------------------------------------
ও সাহসী ছেলেরা, মাথা উঁচু করো!
গর্জন করো, সাহস ছড়িয়ে দাও!
মুক্তির ডাক দাও, উঠো ও লড়ো,
লাল-সবুজ আমাদের পতাকা উড়ো।

দেশদ্রোহীরা আসে, বীজ বুনতে,
আমরা তাদের পিছনে ঠেলে দেই ভয়হীন কাজে!
শহীদদের রক্ত, জ্বলে দীপ্তি অশেষ,
মাতার অশ্রু হয় শক্তি, হোক অনবশেষ!

উঠো আবার, ঝড় আর আগুনের মতো,
আর নয় শৃঙ্খল, নয় লজ্জার ছোঁয়া!
তুমি মুক্ত, গর্বিত তুমি দাঁড়াও,
একাত্তর আমাদের দিল এই দেশ, হোক চিরন্তন প্রণোদনা!

স্যালুট! স্যালুট! সাহসী যোদ্ধারা সবাই!
স্যালুট জাতিকে, শুনো বিজয়ের ডাক!
দেশদ্রোহীদের পাকড়াও করো, শিকল আঁটাও,
লাল-সবুজ জ্বলে উঠুক রাতের অন্ধকারে!
-----------------------------------------------


২০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।