বিদ্রোহের স্লোগান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিদ্রোহের স্লোগান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
-------------------------------
জাগো জাগো ওরে ভাই,
স্বাধীনতার ডাক যে তাই!
বিদ্রোহ আজ জনতার গান,
বিজয় হবে মাতৃভূমি প্রাণ।
বিদ্রোহ! বিদ্রোহ! ধ্বনি তোল,
রক্ত ঝরে দাও আলো জ্বল।
বাঁচি মরি—একই শপথ,
বাংলা জাগে বিপ্লব রথ।
------------------------------------
২০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।