জনতার মনে প্রশ্ন জাগে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জনতার মনে প্রশ্ন জাগে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
---------------------------------------------------
হিসাব দাও, হিসাব দাও, জনতা যাক জানি,
তুমি নও চোর ডাকাত, লুণ্ঠনকারী এই ধরণী।
বলো তুমি স্বচ্ছ দেশপ্রেমিক চেয়ারে বসে,
জবাব দিতে আছো রাজি, স্বদেশ ভালোবেসে?
তুমি এমপি, মন্ত্রী কিংবা মসনদের কর্ণধার,
সে কথা ভুলে হিসাব দাও তুমি সম্পদের ভার।
জনতার রক্ত ঘামে ঝরা, তোমার যে উপার্জ্ন
তার কতটুকু সত্যে ঘেরা, বলো তার হিসাব যেন।
যদি স্বচ্ছ ও সত্যবাদী হও ক্ষমতার তপ্ত রেখা,
তুমি রবে মৃত্যুঞ্জয়ী, প্রাণ ইতিহাসে লেখা।
জনতার মনে প্রশ্ন আজ, তুমি দুর্নীতিমুক্ত নাকি!
চেয়ারে বসেই হয়েগেছো দুর্নীতিবাজ তাই কি?
বুকের যদি পাটা থাকে, বলো তুমি স্বচ্ছ সূর্য- তারা,
বলো তুমি দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক স্বাধীন বসুন্ধরা।
হিসাব দাও, হিসাব দাও, ক্ষমতার আগে ও পরে,
জনতার মনে প্রশ্ন জাগে, এতো সম্পদ হয় কি করে?
ওগো চেয়ারের কর্ণধার, ওগো দেশমাতৃকার প্রিয়,
সম্পদের স্বচ্ছ হিসাব দিয়ে, জনতার ভালোবাসা নিও।
হে ক্ষমতা, শুনেছো কি তুমি? জনতা বলেছে চিৎকারে,
তুমি দুর্নীতিমুক্ত নও, ধ্বনি উঠেছে স্বদেশের ভিতরে।
----------------------------------------------------
২১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।