মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞাসা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞাসা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে মুক্তিযোদ্ধা কত দূরে তুমি সত্য নিশান নিয়ে?
চেয়ে দেখ বাংলা আজ এলোমেলো ইতিহাস লয়ে।
এ জাতি মেনেছে শ্রেষ্ঠ সন্তান তোমাদের- স্বদেশে,
তবে এত বিভক্তি কেন ইতিহাসের সত্য প্রকাশে?
ওরে কোন হীনমন্যতা অন্তরে বাঁধিয়াছে বাসা,
আজিকার প্রজন্ম জানতে চায় মুক্তিযুদ্ধের ভাষা।
কি করে জানবো বীরত্ব গাঁথা ইতিহাসের পাতা?
এ প্রজন্ম তো দেখেনি তোমাদের উঁচু শির মাথা।
তোমাদের দ্বন্দ্বে তোমরা যদি মুছে যাও কোনদিন,
এ প্রজন্ম দায়ী হবে না- হে জাতির শ্রেষ্ঠ সন্তান ।
যুদ্ধ এক, পতাকা এক তবু কেন বিভক্তি দরশনে?
বীরত্বে স্বাধীনতা দিয়েছো মুক্তি দিতে পারনি বন্ধনে।
মুক্তিযোদ্ধাদের কাছে এ প্রজন্মের জিজ্ঞাসা?
প্রকৃত ইতিহাস জানতে কে আমাদের ভরসা?
গল্পের আদি নাই অন্ত নাই আলোক দীপ্তি নাই,
ছন্নছাড়া পাগলের গল্প দিকে দিকে শুনতে পাই।
ক্ষমতার নেশা, বড়ত্বের নেশা দিয়েছে হ্যাচকা টান,
প্রজন্মের পরে প্রজন্ম ভুলে যাবে যোদ্ধাদের অভিযান।
তোমরা যদি জাতিকে জানাতে না পারো সেই কল্লোল,
ইতিহাস হতে মুছে যাবে একদিন প্রতিহিংসার হিল্লোল।
আজ সেই মুক্তিযোদ্ধারা কেন বন্ধি দ্বন্দ্বের কুঠিরে?
তোমাদের এই হীনমন্যতায় প্রজন্মের বুক নাহি ভরে!
হে বীর আর কত দূরে থাকবে তুমি যোদ্ধা পরিচয়ে?
প্রজন্মকে সত্যটা বলো যদি মুছতে না চাও ধরালয়ে।
----------------------------------------------
২১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।